সিকৃবির বঙ্গবন্ধু হলে সাপের উপদ্রব

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

সিকৃবি প্রতিনিধি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এবার সাপের উপদ্রব দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় হলের দ্বিতীয় তলার বারান্দায় একটি বিষধর সাপ দেখা যায়। সাপ দেখার বিষয়টি হলের এক ডাইনিং বয়ের প্রথম নজরে আসে। তিনি খাবার বাটি রুমে রুমে পৌঁছে দেয়ার জন্য যখন হলের দ্বিতীয় তলায় এসেছিলেন, তখন দ্বিতীয় তলায় তিনি সাপটি দেখতে পান। তখন তিনি সাপ সাপ বলে চিৎকার করেন। এ সময় বিদু্যৎ না থাকায় হলের আবাসিক ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপ দেখার পর সাপটি মারাতে গেলে সাপটি বারান্দা থেকে লাফিয়ে হলের সামনের ফুল বাগানের বড় বড় ঘাসের মধ্যে পালিয়ে যায়। আবাসিক ছাত্রদের দাবি হলের আশপাশে প্রচুর ঝোপঝাড় থাকার কারণে এমনটা হচ্ছে। এসব ঝোপ-ঝাড় পরিষ্কারে হল কর্তৃপক্ষ উদাসীন। হলের আবাসিক ছাত্র মানিক বলেন, হলে যখন তখন সাপ চলে আসা আতঙ্কের বিষয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সঙ্গে সঙ্গে তিনি হলের আশপাশের ঝোপঝাড় দ্রম্নত পরিষ্কার করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ ব্যাপারে হলে প্রভোস্ট আতিকুজ্জামান আতিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের ঝাড়ুদার মাত্র একজন, তার দ্বারা সব হল পরিষ্কার রাখা কষ্টকর। আর এ বিষয়টি মূলত প্রিভেন্টিভ শাখা দেখভাল করে। বিষয়টি তিনি মাত্র জানলেন, আগামী রোববার ক্যাম্পাসে গিয়ে এ বিষয়ে উদ্যোগ নিবেন। প্রিভেন্টিভ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বসির উদ্দীনকে বার বার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।