পাইকগাছায় পোনা জব্দ ও অবমুক্ত

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ আফ্রিকান মাগুর মাছের পোনা সরবরাহ করার অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা, জব্দকৃত মাগুর পোনা বিনষ্ট ও চিংড়ি পোনা নদীতে অবমুক্ত করেছে। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস অভিযান চালিয়ে শিববাটী ব্রিজ থেকে ৭০ হাজার মাগুর মাছের পোনা জব্দ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলিয়া সুকায়না পোনা ব্যবসায়ী বিরাশী গ্রামের মোস্তফা গাজীর ছেলে সাইফুল ইসলাম গাজীকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মাগুর পোনা বিনষ্ট করেন। এ ছাড়া শিববাটী ব্র্রিজ-সংলগ্ন এলাকা থেকে ৭২ হাজার চিংড়ি পোনা পরিত্যক্ত অবস্থায় জব্দ করে তা শিবসা নদীতে অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুলস্নাহ।