ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ

প্রকাশ | ২২ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ঠাকুরগাঁও প্রতিনিধি জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী চ্যাম্পিয়নশীপে ঠাকুরগাঁও নারী ফুটবলারদের ফাইনালে ওঠা সত্ত্ব্বেও খেলতে না দেয়ার প্রতিবাদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঠাকুরগাঁও নাগরিক অধিকার আন্দোলন নামের একটি সংগঠন। রোববার দুপুরে নাগরিক অধিকার আন্দোলনের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই সভায় দলমত নির্বিশেষে জেলার বিভিন্ন স্তরের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক আতাউর রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবদুল লতিফসহ নারী খেলোয়াড়রা।