বন্যায় মহিমাগঞ্জ ইউপি উপনির্বাচন নিয়ে শংকা

প্রকাশ | ২২ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা বাঙ্গালী নদীর বালুয়া ও বোচাদহ পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রবল পানি প্রবেশ করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠান অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গেছে, আগামী ২৫ জুলাই এই ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারিত হয়ে আছে। নির্বাচন কমিশনও সেই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রের (নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানের) অধিকাংশ মাঠ বন্যার পানিতে তলিয়ে রয়েছে। এছাড়া উক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়ায় বন্যা দুর্গতরা সাংসারিক জিনিসপত্র ও গবাদী পশু নিয়ে সেগুলোতে আশ্রয় নিয়েছেন। শনিবার দুপুরে গিয়ে দেখা গেছে, ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সম্পূর্ণটাই পানিতে নিমজ্জিত। বিদ্যালয় ভবনের নিচ তলা পানিতে তলিয়ে গেলেও দোতালায় আশ্রয় নিয়েছেন বানভাসী পরিবার। এছাড়া ২নং ওয়ার্ডের শিংজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ডের বালুয়া উচ্চ বিদ্যালয় ও ৪নং ওয়ার্ডের বোচাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫নং ওয়ার্ডের রংপুর চিনিকল উচ্চ বিদ্যালয় ভবন একইভাবে বন্যার পানিতে নিমজ্জিত। এদিকে স্থানীয়দের আশংকা, বন্যার পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে আগামি ২৪ ঘণ্টার মধ্যে সবগুলো বিদ্যালয় পানির নিচে তলিয়ে যাবে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কর্মকর্তা ব্রজেন্দ্র নাথ রায় জানান, বন্যার পানিতে নিমজ্জিত ভোটকেন্দ্রগুলো সরে জমিনে পরিদর্শন করে নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।