ভৈরবে আগুনে ১২ কারখানা পুড়ে ছাই

প্রকাশ | ২২ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা ভৈরবের উপজেলা পরিষদ কমপেস্নক্স সংলগ্ন কমলপুর এলাকায় হাজী লাল মিয়া পাদুকা পলস্নীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১২টি কারখানা। শনিবার রাত ১২টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করছেন ক্ষতিগ্রস্ত কারখানা মালিকরা। খবর পেয়ে ভৈরবসহ কিশোরগঞ্জ, কুলিয়ারচর, নরসিংদীর রায়পুরা ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আসা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্র হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত আনুমানিক ১২টার দিকে ওই পাদুকাপলস্নীর একটি কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে দ্রম্নত সেটি ছড়িয়ে পড়ে অন্যান্য কারখানায়। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও নদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। এ সময় জুতা তৈরির উপকরণ রাবারসহ অন্যান্য মালামালের পোড়া গন্ধ এবং ধুয়ায় তাদের কাজ করতে সমস্যা দেখা দেয়া। এতে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কিশোরগঞ্জ সদর, কুলিয়ারচর, আশুগঞ্জ, রায়পুরার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ৫টি ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।