ফুলবাড়ীতে পশুর দাম চড়া

প্রকাশ | ০৭ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৩টি পশুরহাটে চলছে কোরবানির পশুর কেনাবেচা। এখানে প্রত্যেকটি পশুরহাটে সপ্তাহে দুইদিন করে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে। ফুলবাড়ী উপজেলার বালারহাট, খড়িবাড়ী বাজার ও ফুলবাড়ী হেলিপ্যাডে পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু কেনাবেচা শুরু হয়েছে। গত বারের চেয়ে এবার এখানে গরু প্রতি ১০ থেকে ১২ হাজার টাকার মতো দাম বেড়েছে। কুড়িগ্রাম জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই জানান, ফুলবাড়ী উপজেলাসহ জেলার নয় উপজেলার ৩২টি পশুরহাটে এক লাখ কোরবানির পশু কেনাবেচার জন্য প্রস্তুত আছে। এবার এখানকার পশুরহাটে ভারতীয় গরুর উপস্থিতি অনেক কম রয়েছে। দেশীয় গরু দিয়েই কুড়িগ্রামে এবার কোরবানির পশুর চাহিদা মিটবে।