কোটালীপাড়ার স্কুলে বঙ্গবন্ধু কর্নার স্থাপন

প্রকাশ | ০৭ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গোপালগঞ্জ প্রতিনিধি জাতীয় শোক দিবসকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ার পিঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। কর্নারটিতে ১৫ আগস্ট, ৭ মার্চের ভাষণসহ মুক্তিযুদ্ধের ইতিহাস স্থান পেয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সাফায়েত হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনের পরে সকল বিদ্যালয়ে ব্যক্তিগত তহবিল থেকে ৩০ হাজার করে টাকা দিয়েছিলেন। এই কর্নারের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুন্সী মোহাম্মদ সোহেল রানা বলেন, পিঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো অন্যান্য বিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের কাজ চলছে। পর্যায়ক্রমে উপজেলার সকল বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হবে।