পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি পরিচয়ে চাঁদা দাবি

প্রকাশ | ১০ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছা সরকারি কলেজের ২১ শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার কাছে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, গুজব ও ডেঙ্গু আতঙ্কের পর এবার চাঁদা দাবির আতঙ্কে রয়েছেন চাকরিজীবী কর্মকর্তা-কর্মচারীরা। সম্প্রতি বিভিন্ন সরকারি কর্মকর্তার কাছে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (সর্বহারা) পরিচয় দিয়ে মোবাইলে ফোন করে চাঁদা দাবি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পর্যায়ক্রমে পাইকগাছা সরকারি কলেজের ২১ শিক্ষক, কর্মচারীর কাছে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (সর্বহারা) পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানান, একই নম্বর থেকে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর কাছে চাঁদা দাবি করা হয় এবং চাঁদার টাকা তাদের দেয়া বিকাশ নম্বরে বিকাশ করার কথা বলে। চাঁদার টাকা দিতে না পারলে পরিবারের সদস্যদের তুলে নেয়াসহ জীবননাশের হুমকি দেয়। এতে শিক্ষক-কর্মচারী ও পরিবারের সবাই উদ্বিগ্ন এবং ভীতসম্ভ্রস্ত হয়ে পড়েছে। এ ঘটনায় শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। যার নং- ৩৫৮, তাং- ০৮/০৮/১৯ইং। এ ব্যাপারে ওসি এমদাদুল হক শেখ জানান, এ ধরনের অভিযোগ পেয়েছি, তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।