সামাজিক সচেতনতা বাড়লে কমবে অপরাধ :ডিআইজি

প্রকাশ | ১০ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পটুয়াখালীতে বিভিন্ন পশুরহাট পরিদর্শন করেন ডিআইজি মো. শফিকুল ইসলাম -যাযাদি
পটুয়াখালী প্রতিনিধি পুলিশের বরিশাল রেঞ্চের ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেছেন, 'বিভিন্ন সামজিক অপরাধ ও সমস্যা সমাধানে ব্যক্তিপর্যায়ে আমাদের প্রেত্যেককে সচেতন হতে হবে। এতে করে সমাজের সবাই ভালো থাকতে পারব।' শুক্রবার সকালে পটুয়াখালী জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন পশুর হাট, বাসস্ট্যান্ড এবং লঞ্চঘাটে পুলিশের কট্রোল রুম উদ্ভোধন অনুষ্ঠানে হেতালিয়া বাধঘাট-সংলগ্ন পশুর হাটে উপস্থিত জনতার উদ্যেশে তিনি এসব কথা বলেন। ডিআইজি আরও বলেন, 'ঈদের ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং মানুষ যাতে নিরাপদে কোরবানির পশু কিনতে পারে সে জন্য পুলিশের পক্ষ থেকে এসব কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। \হপুলিশ কন্ট্রোল রুমে জাল নোট শনাক্ত করার মেশিন থেকে সাধারণ মানুষকে সেবা প্রদানসহ ডেঙ্গু বিষয়ে মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।' অনুষ্ঠানে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, পৌর মেয়র মো. মহিউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিনসহ জেলা পুলিশের কর্মকর্তা এবং হাট কর্তৃপক্ষের লোকজন উপস্থিত ছিল।