সাগরে নিখোঁজ ১০ জেলে ৭ দিনেও উদ্ধার হয়নি

প্রকাশ | ১০ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে নোঙ্গর করা এফবি জাকারিয়া ট্রলারসহ নিখোঁজ ১৬ জেলের মধ্যে ৬ জেলেকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ আছেন ১০ জেলে। গত শনিবার বরগুনার পাথরঘাটা উপজেলার তাফালবাড়ী গ্রামের আনোয়ার হোসেনের মালিকানাধীন এফবি জাকারিয়া ট্রলারটি বঙ্গোপসাগরের পূর্বলালবয়া এলাকায় ডুবে যায়। নিখোঁজ জেলেরা হলেন, পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মহসিন মিত্রি, নোয়াখালীর কমলনগর উপজেলার ইকবাল হোসেন, আখতার হোসেন, আকবর হোসেন, সোহেল, অলিউর রহমান, আব্দুল আলী, আব্দুল মন্নান, বেলস্নাল হোসেন এবং সোহাগ। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য এফবি মনোয়ারা ও এফবি নীলসাগর নামে দুটি ট্রলার গভীর সমুদ্রে রয়েছে। ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে নিখোঁজ জেলেদের উদ্ধারের কাজ অব্যাহত আছে। তিনি বলেন, ডুবে যাওয়ার সময় ট্রলারে মোট ১৮ জন জেলে ছিলেন। ট্রলারের ব্রিজের উপর থাকা ৮ জেলেকে তাৎক্ষণিক উদ্ধার করা গেলেও ব্রিজের নিচে ঘুমিয়ে থাকা ১০ জেলের এখনো সন্ধান পাওয়া যায়নি।