ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা

প্রকাশ | ১০ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জামালপুরের বকশীগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত মেরুরচর ইউনিয়নের ৪০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। 'গোল্ডেন জামালপুর' নামে একটি ফেসবুক পেইজের উদ্যোগে ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়। মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সকাল ১০টায় ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় গোল্ডেন জামালপুরের উপদেষ্টা ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, ডা. শামীমা সোবহান সেতু, উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তারসহ এই পেইজের সদস্যরা উপস্থিত ছিলেন।