দুর্গাপুর-কলমাকান্দা সড়ক ভোগান্তির আরেক নাম

প্রকাশ | ১০ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নেত্রকোনার দুর্গাপুর-কলমাকান্দা সড়কের বেহাল দশা -যাযাদি
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার দুর্গাপুর-কলমাকান্দা দুই উপজেলার যোগাযোগের একটিমাত্র সড়ক। প্রতিদিন দুই উপজেলার হাজারো মানুষ, রোগীবাহী গাড়িসহ সবকিছু যাতায়াতের এটিই একমাত্র ভরসা। সড়কটিতে যাত্রীর চাপ বাড়ায় গত কয়েক বছর ধরে দিন দিন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। এলজিইডির আওতায় দুর্গাপুর-কলমাকান্দা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এই সড়কটি গত বছরের ৫ আগস্ট সাড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে ডলি কনস্ট্রাশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কারকাজ শুরু করে। এর মধ্যে দুর্গাপুর-নাজিরপুর পর্যন্ত ১০ কি.মি ও নাজিরপুর-কলমাকান্দা বাজার পর্যন্ত ১৫ কি.মি সড়কের কাজ শুরু করা হয়। এই কাজ চলতি বছরের ৬ মে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের অতিরিক্ত দুই মাস পার হয়ে গেলেও এখনো সড়কের বেশিরভাগ অংশের কাজ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। আর সংস্কার করা অংশে শুধু ইট দিয়ে কার্পেটিং করায় সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। যার জন্য প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল আলিম লিটন বলেন, কাজটি আরও দুই মাস আগে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠানের ধীরগতির কারণে এখনো শেষ হয়নি। আমরা তাদের ওপর চাপ সৃষ্টি করেছি যাতে দ্রম্নত সময়ের মাঝে কাজটি শেষ করে তারা। এ ব্যাপারে একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাশন লিমিটেডের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কেউ কথা বলতে রাজি হননি।