স্স্নুইস গেট ও বেড়িবাঁধ ভেঙে ৪ গ্রাম পস্নাবিত

প্রকাশ | ১১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বেতাগী (বরগুনা) সংবাদদাতা বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামের স্স্নুইস গেটসহ ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ৪ গ্রাম পস্নাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বীজতলা। পানিবন্দি হয়ে পড়ে ছোট মোকামিয়া, হাট মোকামিয়া, উত্তর ছোট মোকামিয়া, বড় মোকামিয়া গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। ছোট মোকামিয়ার কৃষক নিজাম উদ্দিন খান বলেন, পানিতে তলিয়ে থাকায় আমনের বীজতলা নষ্ট হয়েছে। মোকামিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম সুজন মলিস্নক বলেন, কৃষকের অপূরণীয় ক্ষতি হয়েছে। ইউএনও মো. রাজীব আহসান বলেন, 'আমি সরেজমিনে পরিদর্শন করেছি এবং দু-একদিনের মধ্যে সংস্কার কাজ শুরু হবে।' বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, ঈদের আগেই সংস্কার করা হবে।