ভিজিএফের চাল জব্দ

প্রকাশ | ১১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা নীলফামারীর জলঢাকায় দরিদ্রদের জন্য ঈদুল-আজহায় দেয়া ভিজিএফের ২১২০ বস্তা চাল ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার বিকালে পৌর শহরের ট্রাফিক মোড় পুরাতন গরুহাটি সংলগ্ন মেসার্স সততা ইন্টারপ্রাইজ ও মুদিপাড়ার একটি গোডাউন থেকে এসব চালের বস্তা জব্দ করা হয়। পরে ইউএনও সুজা-উদ দৌলার উপস্থিতিতে গোডাউন দুটি সিলগালা করে দেয়া হয়। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক বাদী হয়ে চাল ব্যবসায়ী আমজাদ হোসেন ও সিরাজুল ইসলাম পাকাকে আসামি করে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেন। জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।