বাড়তি ভাড়া ঠেকাতে ইউএনওর অভিযান

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৯, ০০:০০

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারায় ঈদকে ঘিরে পরিবহন সেক্টরে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। সিএনজিচালিত অটোরিকশা থেকে শুরু করে বাস, মিনিবাস সবখানেই চালকরা যাত্রীদের জিম্মি করে আদায় করছে ভাড়া। এতে অনেকটাই অসহায় হয়ে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিবহন শ্রমিকদের এই বাড়তি ভাড়া আদায় ঠেকাতে ছদ্মবেশে মাঠে নেমেছে আনোয়ারার উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদের নেতৃত্বে যাত্রী সেজে বিভিন্ন পরিবহন থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পান তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ১২ জনকে অর্থদন্ড এবং চার চালককে আটক করা হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চাতরি চৌমুহনী পিএবি সড়কে এ ঘটনা ঘটে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে মূল ভাড়া থেকে দিগুনের বেশি নেয়ায় ছদ্মবেশে অভিযান চালিয়ে ১২ জনকে অর্থদন্ড এবং চারজনকে আটক করা হয়েছে। যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় বন্ধে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে।