সিরাজদিখানে বাড়ছে রোপা আমনের চাষ

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৯, ০০:০০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রোপা আমন ধান চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বছর উপজেলার ১৫শ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে, যা গত বছরের চেয়ে এক হাজার হেক্টর বেশি। খরচ কম হওয়ায় কৃষকরা রোপা আমন আবাদের দিকে ঝুঁকছেন বলে মনে করছে সিরাজদিখান উপজেলার কৃষি বিভাগ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর সময়মতো ও পর্যাপ্ত বৃষ্টি হওয়া এবং সারসহ অন্যান্য কৃষি উপকরণ ঠিকমতো পাওয়ায় কৃষকরা স্বাচ্ছন্দ্যে রোপা আমন ধান চাষ করছে। চলতি মৌসুমে প্রায় ১৫শ হেক্টর রোপা আমন ধান চাষ হয়েছে। এ বছর রোপা আমনের লাখ ৯ হাজার মেট্রিক টন, যা গত বছরের তিনগুণ। ধান চাষ সফল করতে কৃষি বিভাগ থেকে আধুনিক চাষ পদ্ধতির বিভিন্ন বিষয়ে কৃষকদের নানাভাবে পরামর্শ দেয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলায় আমন ধানের ভালো ফলন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমন ধানের আবাদ করে তারা ভালো ফলন আশা করছেন। আধুনিক পদ্ধতিতে ধান চাষে কৃষি বিভাগ তাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে। লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের কৃষক মো. জালাল উদ্দিন বলেন, 'গত বছর তিন বিঘা রোপা আমনের আবাদ করে ভালো ফলন পাওয়ায় এ বছর পাঁচ বিঘা জমিতে রোপা আমনের চাষ করছি, আশা করছি এবারও ভালো ফলন হবে।' সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় জানান, 'চলতি মৌসুমে রোপা আমন কর্মসূচি সফল করার জন্য উপজেলার তৃণমূল পর্যায় পর্যন্ত যাতে প্রয়োজনীয় সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে এ বছর উপজেলায় আমন ধানের ভালো ফলন হবে বলে আশা করছি।'