শাহজাদপুরে জেগে উঠেছে বন্যার ক্ষত

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা চলতি বন্যায় বিপর্যস্ত হয়ে গেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত জনপদ। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হয়ে উঠছে বন্যার ভয়াবহতা। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, বসতবাড়ি কোন কিছুই বাদ যায়নি বন্যার কবল থেকে। কিছুদিন আগেও এলাকাগুলো দৃষ্টিনন্দন ছিল। নিম্নাঞ্চল হিসেবে পরিচিত উপজেলার ১৩টি ইউনিয়নের বেশিরভাগ গ্রামই আক্রান্ত হয়েছে বন্যায়। বিশেষ করে শাহজাদপুর-জামিরতা, গোপালপুর-এনায়েতপুর, রাণীকোলা-পোরজনা সড়ক সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জনদুর্ভোগ বাড়ছে চরমভাবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্যায় চরম ক্ষতির মুখে পড়েছে। ফলে পাঠদানে বিঘ্ন ঘটছে। এসব প্রতিষ্ঠান দ্রম্নত সংস্কার করা না হলে যেকোন সময় বন্ধ হয়ে যেতে পারে স্বাভাবিক কার্যক্রম। উপজেলার গ্রামীণ হাট-বাজারগুলো বন্যায় বিধ্বস্ত হওয়ায় ব্যবসা বাণিজ্যের চরম বিঘ্ন ঘটছে। যমুনা তীরবর্তী গ্রামগুলোর অবস্থা একেবারেই নাজুক। যমুনা চরের বাসিন্দাদের ঘর-বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘুরে দাঁড়ানোর মতো অর্থ নেই বানভাসি অসহায় পরিবারগুলোর। এজন্য তারা সরকারি বেসরকারি সাহায্যের অপেক্ষায় রয়েছেন। অনেকেই বাড়ি-ঘর বিধ্বস্ত হওয়ায় এখনো সড়ক-মহাসড়কে ডেরা বেঁধে বসবাস করছেন। বন্যার পর থেকেই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের কোনো কাজকর্ম না থাকায় পরিবার পরিজন নিয়ে চলছে মানবেতর জীবন। ভয়াবহ বন্যার প্রায় মাস পেরিয়ে গেলেও দুর্ভোগ এখনো পিছু ছাড়েনি বন্যাকবলিত মানুষদের। বন্যার পানিতে ভেঙে গেছে শত শত বাড়িঘর। বন্যার শুরু থেকে এ পর্যন্ত আশ্রয়হীন হয়ে খোলা আকাশের নিচে এখনো দিনাতিপাত করছে অর্ধশতাধিক পরিবার। যাদের অধিকাংশই সরকারি কোনো সহায়তা পায়নি।