শিবপুর-কোনাপাড়া সড়কের বেহালদশা

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের সীতাকুন্ডে শিবপুর-কোনাপাড়া সড়কের বেহালদশা -যাযাদি
কাদামাটিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে চট্টগ্রামের সীতাকুন্ডের উত্তর শিবপুর-কোনাপাড়া সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বেহালদশায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। রাস্তার কিছু অংশে ইট থাকলেও প্রবল বর্ষণে তা সরে গিয়ে সৃষ্টি হয়েছে বিশালাকার গর্ত। প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় পড়ছেন এলাকার মানুষ। আড়াই হাজারের বেশি মানুষের উত্তর শিবপুর-কোনাপাড়া এলাকার চলাচলের একমাত্র মাধ্যম এ গ্রামীণ সড়কটি। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কৃষিপণ্য আনা-নেয়ার কাজেও এই রাস্তাটি ব্যবহার করা হয়। সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কোনাপাড়া সড়কের ইট সরে গিয়ে অনেকটা কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। রাস্তার পাশে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। কোনাপাড়ার বাসিন্দা সাংবাদিক ইমরান হোসেন জানান, জনগুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ চলাচল করে। কিন্তু সড়কটির এমন নাজুক অবস্থার কারণে চলাচলে দুর্ঘটনাসহ চরম ভোগান্তিতে পড়তে হয়। পৌর কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম জনগণের ভোগান্তির বিষয়টি স্বীকার করে দৈনিক যায়যায়দিনকে জানান, সড়কটির সংস্কারের মাধ্যমে এলাকাবাসী দুর্ভোগ লাঘবে করণীয় ব্যবস্থা নিতে পৌর মেয়রকে বিষয়টি অবহিত করেছি। এ ব্যাপারে বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। বরাদ্দ পেলেই সড়কের সংস্কারকাজ শুরু হবে।