বাল্যবিয়ের অপরাধে দুই পক্ষকে জরিমানা

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বাল্যবিয়ে দেয়ার অপরাধে বর ও কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বাবার বাড়িতে থাকার মুচলেকা আদায় করা হয়। কনে মুনিয়া খাতুন উপজেলার বেলাট গ্রামের ফারুক হোসেনের মেয়ে। আর বর পাশের হাট বারোবাজার গ্রামের আমির আলীর ছেলে সবুজ হোসেন। সপ্তাহ খানেক আগে তাদের অভিভাবকরা গোপনে এ বিয়ের কাজ সম্পন্ন করেন। গত বৃহস্পতিবার বিকালে মেয়ের বাড়িতে ধুমধামের সঙ্গে খাওয়া-দাওয়া শেষে কনেকে তুলে দেয়ার সময় সেখানে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছেলের বাবাকে ১০ হাজার ও মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।