তিন জেলায় পানিতে ডুবে ৩ জনের মৃতু্য

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
তিন জেলায় শনিবার পানিতে ডুবে তিনজনের মৃতু্য হয়েছে। ঠাকুরগাঁওয়ে কলেজছাত্র, টাঙ্গাইলের সখীপুরে শিশু ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোরের মৃতু্য হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর : ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে হরিপুরে পানিতে ডুবে আবু বক্কর সিদ্দিক (১৯) নামে এক কলেজছাত্রের মৃতু্য হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক হরিপুর উপজেলার ৫নং হরিপুর সদর ইউনিয়নের দেহট্ট গ্রামের আব্দুল লতিবের ছেলে। সে এবার হরিপুর মোসলেম উদ্দীন ডিগ্রি মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করে। নিহতের পিতা আব্দুল লতিব জানান, আবু বক্কর সিদ্দিকসহ তার কয়েকজন বন্ধু অটোরিকশা ভাড়া করে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নাগর নদীতে গোসল করতে যায়। রহমতপুর-কান্ধাল নামক স্থানে স্স্নুইসগেট সংলগ্ন নাগর নদীতে গোসল করার সময় আবু বক্কর সিদ্দিক তীব্র স্রোতের মধ্যে পানিতে তলিয়ে যায়। আনুমানিক দুপুর দেড়টার দিকে আবু বক্কর সিদ্দিকের মরদেহ নাগর নদী থেকে উদ্ধার করা হয়। সখীপুর (টাঙ্গাইল) : সখীপুরে পানিতে ডুবে জীবন আহমেদ (৭) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে নানার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জীবন আহমেদ উপজেলার কীর্তনখোলা গ্রামের সিরাজ মিয়ার ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের আনন্দ কাটাতে জীবন শুক্রবার নানাবাড়ি বেড়াতে যায়। শনিবার সকাল ৯টার দিকে নানাবাড়ি থেকে খেলতে গিয়ে জীবন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে তার লাশ ভেসে ওঠে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওয়াসিম আহমেদ পানিতে ডুবে জীবনের মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সামিন মাহাদী (১২) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার গর্ন্ধবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামিন মাহাদী গর্ন্ধবপুর উত্তরপাড়া এলাকার শহীদ আলমের ছেলে। নিহতের পিতা শহীদ আলম জানান, সামিন মাহাদী গর্ন্ধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। শনিবার দুপুর ১২টার দিকে তার ছেলে স্কুল ছুটির পর বাড়িতে আসে। পরে দুপুর ১টার দিকে তার সহপাঠী কয়েজনের সঙ্গে বাড়ির সামনে একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। দুপুর দেড়টার দিকে লেকের পানিতে মাহাদীর দেহ ভেসে উঠে। এ সময় আশপাশে লোকজন মাহাদীকে উদ্ধার করে কর্নগোপ এলাকার ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।