প্রাথমিক শিক্ষার বিকল্প নেই :ইয়ামিন চৌধুরী

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
বাবুগঞ্জে ফেরদৌসি বেগম শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনার মুহাঃ ইয়ামিন চৌধুরী -যাযাদি
বরিশাল বিভাগীয় কমিশনার মুহা. ইয়ামিন চৌধুরী বলেছেন, জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে প্রাথমিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। আজকাল ঘরে ঘরে শিক্ষিত বেকার দেখতে পাওয়া যায়। সনদ অর্জনের জন্য পড়ালেখা না করে প্রাথমিক স্তর থেকেই বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। জার্মানির দিকে তাকালে বুঝতে পারবেন, সেখানে কর্মমুখী শিক্ষার গুরুত্ব বেশি। প্রাথমিক শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেই স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন। শনিবার বরিশালের বাবুগঞ্জের উত্তর রহমতপুরে ফেরদৌসি বেগম শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-১১২ এর নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদারের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্র্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলওয়ার হোসেন তার বক্তব্যে বলেন, 'প্রাথমিক শিক্ষা বিস্তারে সরকারের পদক্ষেপগুলো মনিটরিংয়ের মাধ্যমে সফল করতে হবে। শিক্ষকদের পাঠদানে ও কর্মমুখী শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করতে হবে'। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এসএম ফারুক, উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল লতিফ মজুমদার, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চিশতি।