দেলদুয়ারে অজ্ঞাত মরদেহের পরিচয় জানতে চায় পুলিশ

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের দেলদুয়ার থানায় উদ্ধার হওয়া অজ্ঞাত এক যুবকের (৩২) পরিচয় জানতে সাংবাদিকসহ সবার সহযোগিতা চেয়েছে পুলিশ। দেলদুয়ার থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন শনিবার টাঙ্গাইল প্রেসক্লাবে লিখিত আবেদনের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। আবেদনে জানানো হয়, উদ্ধারকৃত অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহের পড়নে প্রিন্টের হাফহাতা শার্ট, নিহতের গলায় বেগুনি রংয়ের ছেড়া লুঙ্গি দিয়ে গিট দেয়া ছিল। নিহতের সারা শরীরে চামড়া নেই, পচন ও পোকা ধরা ছিল। পুলিশের ধারণা, উদ্ধারকৃত মরদেহের অজ্ঞাতনামা যুবককে (৩২) দুর্বৃত্তরা খুন করে লাশ গুম করার উদ্দেশ্যে ফেলে রাখে। কেউ ওই অজ্ঞাত যুবকের পরিচয় জানতে পারলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেলদুয়ার থানার উপপরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন-০১৭১৮৪৮১৩৪৫, থানার ওসি-০১৭১৩৩৭৩৪৫৯ এবং ডিউটি অফিসার-০১৭৬৯৬৯০৬৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। প্রকাশ, টাঙ্গাইল-নাগরপুর সড়কের পশ্চিম পাশে দেলদুয়ার উপজেলার ভুরভুরিয়া গ্রামের নয়ন ভূইয়ার কাঠ বাগানের ভেতর থেকে গত ৬ আগস্ট অজ্ঞাত যুবকের (৩২) গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেলদুয়ার থানার এসআই আরিফুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। ওইদিনই বিকালে মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে নিহতের কোনো দাবিদার না থাকায় ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে মফিদুল টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে মরদেহটি দাফন করে।