কৃষকদের টাকা বকেয়া রাখা হবে না :অজিত কুমার

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

পাবনা প্রতিনিধি
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান, অতিরিক্ত সচিব অজিত কুমার পাল এফসিএ বলেছেন, সুগার মিলের কর্মরত কর্মচারী-শ্রমিকরা তাদের বেতন, বোনাস, মজুরি পাবেন। আখচাষিরা এক হাতে আখ দেবেন, আরেক হাতে টাকা নেবেন। কোনো অবস্থায়ই কৃষকের টাকা বকেয়া রাখা হবে না। শনিবার বেলা ১১টায় পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়াস্থ 'পাবনা সুগার মিল' প্রাঙ্গণে পাবনা সুগার মিলের আখ চাষিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কর্পোরেশনের চেয়ারম্যান এসব কথা বলেন। পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহা. আবদুস সালামের সভাপতিত্বে কর্পোরেশনের চেয়ারম্যান অজিত কুমার পাল বলেন, চিনি শিল্পের সামনে সুদিন। দেনা পাওয়ায় ৩৮৪ কোটি টাকায় এই শিল্প নিভু নিভু আলোয় আলোকিত হওয়ার পথে এগুচ্ছে। নিয়ম নীতি না মেনে পর্যায়ক্রমে ৬৫০০ হাজার কোটি টাকা হারিয়ে গেছে। যাদের কারণে এই শিল্প ধ্বংসের পথে, তাদের আর ছাড় নয়, যারা চুরি করেছেন, দুর্নীতি করেছেন, আর অনিয়মের পাহাড় গড়েছেন, তাদের অপরাধের ধরন অনুসারে শাস্তির ব্যবস্থা করা হবে। আখচাষিদের মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) কৃষিবিদ মো. মোশাররফ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আখচাষি সমিতির কেন্দ্রীয় সম্পাদক ও পাবনা জেলা শাখার সভাপতি শাজাহান আলী বাদশা (পেঁপে বাদশা), সিবিএ'র সভাপতি সাজেদুল ইসলাম শাহীন, সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল সরদার প্রমুখ।