শান্তিনিবাসে খোঁজ নিলেন সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ফরিদপুরে শান্তিনিবাস ও সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ -যাযাদি
ফরিদপুর প্রতিনিধি ফরিদপুর শহরের টেপাখোলায় অবস্থিত শান্তিনিবাস ও সরকারি শিশু পরিবারে শনিবার রাত ৮.৩০ মিনিটে পরিদর্শনে এসে তাদের খোঁজখবর নিলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা তাদের কাছে পৌঁছে দেন এবং প্রধানমন্ত্রীর জন্য তাদের সবার কাছে দোয়া কামনা করেন। মন্ত্রী টেপাখোলায় শান্তিনিবাস ও সরকারি শিশু পরিবার পরিদর্শন করে সেখানকার অধিবাসিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। শিশু পরিবারের জন্য নির্মিত অপেক্ষালয়, খাবার কক্ষ ও মুক্তিযোদ্ধা কর্নার উদ্বোধন করেন। পরে এক সমাবেশে সমাজকল্যণ মন্ত্রণালয়ের মহাপরিচালক গাজী নুরুল মো. কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। \হসভায় বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আলী আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা প্রমুখ।