টঙ্গীতে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা টঙ্গীতে পূর্ব শত্রম্নতার জের ধরে স্থানীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী রুবি বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উলস্নাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং পড়ে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রতিবাদে রোববার দুপুরে টঙ্গীর সাতরঙ্গ ওয়াপদা গেট এলাকাবাসীর উদ্যোগে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আহত আওয়ামী লীগ নেত্রী রুবি বেগমের বাবা হাবিবুর রহমান, মা রেজিয়া বেগম, বোন রাবেয়া বেগম, শামীম আহমেদ, সেফালী বেগম, সাফিয়া বেগম, শামসুন্নাহার, ইসমত আরা বেগম, সোহাগ মিয়া, মনির হোসেন, শরীফ গাজী, রফিকুল ইসলাম, মিলন মিয়া, ওবায়দুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃতু্যবার্ষিকী পালনের লক্ষ্যে আওয়ামী লীগ নেত্রী রুবি বেগমের নেতৃত্বে তার নিজ কার্যালয়ে দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন অনুষ্ঠানে স্থানীয় ফারুকের নেতৃত্বে হান্নান মোলস্না, মকবুল কাজী ও তাপস মিয়া তার অফিসে প্রবেশ করে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে এবং তাকে টেনে-হিচড়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। আমরা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে গত ১৬ আগস্ট নেত্রী রুবি বেগমের মা রেজিয়া বেগম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-৩৪।