ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শেরপুর (বগুড়া) সংবাদদাতা বগুড়ার শেরপুরে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন রুটের যানবাহনে যাত্রীদের নিকট থেকে জোরপূর্বক অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শেরপুর পৌর শহরের ঢাকা বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও উত্তরাঞ্চলগামী বাসে যাত্রীদের নিকট থেকে প্রায় দ্বিগুণ ভাড়া নেয়া হচ্ছে। তা ছাড়া আভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস ও সিএনজি অটোরিকশাতেও ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। যাত্রীদের চাপ বেশি থাকায় অসাধু বাস মালিক ও পরিবহন শ্রমিকরা এ অতিরিক্ত টাকা আদায় করছে। সরকারি নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে অতিরিক্ত ভাড়া আদায় করছে তারা অথচ দেখার কেউ নেই। টার্মিনালের দায়িত্বে থাকা মিঠু বলেন, ঢাকা থেকে খালি গাড়ি আসার কারণে একটু বেশি ভাড়া নেয়া হচ্ছে।