পানিতে ডুবে শিশুসহ তিনজনের মৃতু্য

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্বদেশ ডেস্ক কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে এক শিশু এবং গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে খালা-ভাগ্নের মৃতু্য হয়েছে। সংবাদদাতাদের পাঠানো খবর: ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বোর্ডেরহাটসংলগ্ন সেনপাড়ায় পিসির বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে রঞ্জন চন্দ্র সেন (৯) নামে এক শিশুর মুতু্য হয়েছে। রঞ্জন লালমনরিহাট জেলা সদরের বড়বাড়ি এলাকার গজেন চন্দ্র সেনের ছেলে। ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, বৃহস্পতিবার রঞ্জন মায়ের সঙ্গে বোর্ডের হাটসংলগ্ন সেনপাড়ায় তার পিসির বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরের দিকে শিশু রঞ্জন সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে নেমে ডুবে যায়। বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর বঙ্গবন্ধু পয়েন্টে গোসল করতে গিয়ে রোববার দুপুরে পানিতে ডুবে খালা ও ভাগ্নের মৃতু্য হয়েছে। তারা হলেন নরসিংদীর পলাশ উপজেলার ইসলামপাড়া গ্রামের ইসলাম মিয়ার মেয়ে নাসিমা ও তার ভাগ্নে কালীগঞ্জ উপজেলার অলুয়া গ্রামের আমিন উদ্দিনের ছেলে নাসিম (১৭)। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক চিকিৎসক ডা. সঞ্জয় দত্ত জানান, রোববার দুপুরে নাসিমাসহ বাড়ির অন্যরা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। সেখানে নদীর স্রোতে নাসিমা ও নাসিম পানির নিচে তলিয়ে যায়। প্রায় দুই ঘন্টা পর তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।