অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকামুখী যাত্রীদের জিম্মি করে অধিক ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে আরিচা ও পাটুরিয়া ঘাট থেকে ভ্রাম্যমাণ আদালত গত তিন দিনে দু'লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে। তা সত্ত্বেও এ প্রবণতা বন্ধ হচ্ছে না বলে ভুক্তভোগীরা জানিয়েছে। জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবালয় ইউএনও এএফএম ফিরোজ মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেনের নেতৃত্বে ঈদের পর গত বৃহস্পতিবার থেকে ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ২১ হাজার পাঁচশত টাকা অর্থ আদায় করে। এ ছাড়া এক চালককে ৭ দিনের করাদন্ড প্রদান করেন। ইউএনও জানান, যাত্রী হয়রানি ও বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে।