শেরপুরে হিজড়াদের হামলায় দুইজন আহত

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শেরপুর (বগুড়া) সংবাদদাতা বগুড়ার শেরপুরে গাড়িদহে শনিবার দুপুর দেড়টার দিকে এক বিয়ের অনুষ্ঠানে বেপরোয়া হিজড়ারা বর-কনেকে জিম্মি করে বরের বাবা হামিদের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা বাড়িঘর ভাংচুর করে। এসময় বাধা দিতে গিয়ে বর শাহিনুর ও বরের বাবা আব্দুল হামিদ আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার গাড়িদহ পশ্চিমপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে শাহিনুর রহমানের বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়িতে উঠার সময় হিজড়ারা তাদের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা বর শাহিনুর রহমান ও তার বাবা আব্দুল হামিদের উপর আক্রমণ এবং ঘরের জানালা ভাংচুর করে। এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ তাদের আটক করে নিয়ে আসে। একই দিন দুপুর ১২টার দিকে পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকায় সৌমিত্র স্যান্যালের ছেলে লব সান্যালের বৌভাতের প্রায় ১৮ থেকে ২০ জন হিজড়া গিয়ে ২৫ হাজার টাকা চাঁদা ও শাড়িসহ চাল ডাল দাবি করে। টাকা না পেয়ে বরের কাকা রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সঞ্জয় স্যান্যাল চন্দনের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখালে ৫ হাজার টাকা, ১টি শাড়ি ও চাল ডাল দিয়ে তাদের বিদায় করা হয়। এ ব্যাপারে শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, হিজড়াদের নিয়ন্ত্রণের জন্য কাজ করা হচ্ছে। তাদের বেপরোয়া ঘটনার কথা শোনামাত্র তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালায়।