নির্মাণের ৪ মাসের মধ্যে ভেঙে গেল সেতু

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ফুলবাড়ীতে নির্মাণের ৪ মাসের মধ্যে ভেঙে যাওয়া সেতু -যাযাদি
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব-ধনিরাম আবাসনগামী রাস্তার খালের উপর নির্মাণাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নাধীন 'গ্রামীণ রাস্তার কম-বেশি ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু/কালভার্ট নির্মাণ' শীর্ষক প্রকল্প ২০১৭-১৮ অর্থবছরের একটি সেতু নির্মাণের ৪ মাসের মধ্যে দেবে গিয়ে ভেঙে গেছে। ফুলবাড়ী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয়ে মে মাসে নির্মাণ কাজ সম্পন্ন হয়। সরকারের বিপুল সংখ্যক টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ হলেও নির্মাণের কয়েক মাসের মধ্যে চলতি মাসের ১১ আগস্ট সেতুটির দক্ষিণ দিক দেবে গিয়ে ভেঙে যাওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এবারের বন্যায় সেতুটির দু'ধারের মাটি সরে গেলে এলাকাবাসী নিজ উদ্যোগে বাঁশের চাঁটাই দিয়ে যাতায়াত করছিল। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে হঠাৎ সেতুটি দেবে গিয়ে ভেঙে যাওয়ায় এলাকাবাসী পড়েছে দুর্ভোগে। স্থানীয় স্কুল শিক্ষক ওবায়দুল হক জানান, সেতুটি নির্মাণে অনিয়মের কারণে নির্মাণের কয়েক মাসের মধ্যে ভেঙে গেল। স্থানীয় বাসিন্দা জসমত আলী ও আব্দুর রহমান জানান, বন্যায় রাস্তা ভাঙবে কিন্তু সেতু ভাঙবে কেন। সেতুটি নির্মাণে অনিয়মের কারণেই এটি হঠাৎ দেবে গিয়ে ভেঙেছে। এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান, সেতুটি চলতি বছরের জানুয়ারি মাস থেকে কাজ শুরু হয়ে মে মাসে শেষ হয়। নির্মাণের পর দুই পাশে মাটি ভরাট ছিল। বন্যায় মাটি সরে গিয়ে সেতুটি ভাঙন কবলিত হয়েছে। ভাঙনের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সেতুটি নির্মাণে অনিয়ম হয়নি।