স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল। রোববার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল বলেন, ২০১৮-১৯ অর্থবছরে প্রথম ছয় মাসে ১৬০ কোটি টাকা রাজস্ব ঘাটতি থাকলেও পরের ছয়মাসে রাজস্ব লক্ষ্যমাত্রার ৫১ কোটি টাকা অতিরিক্ত আদায় হয়েছে। ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল বলেন, আমি বন্দরে কোনো রকম হস্তক্ষেপ করি না। দুর্নীতি বন্ধে আমি 'জরো টলারেন্স' নীতি অনুসরণ করছি। অথচ একটি গণমাধ্যমে আমার এবং আমার পরিবারের সদস্যদের নিয়ে ভুল তথ্য উপস্থাপন করছে।' সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমীন।