কালীগঞ্জে বিনোদনে ভরসা রেলস্টেশন ও সেতু

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা গাজীপুরের কালীগঞ্জে সরকারি-বেসরকারি উদ্যোগে কোনো বিনোদন কেন্দ্র না থাকায় স্থানীয়দের অবসর বা বিনোদনের ভরসা ঢাকা-চট্টগ্রাম রেলরুটের আড়িখোলা রেলওয়ে স্টেশন, শীতলক্ষ্যা নদীর উপরে ঘোড়াশাল সেতু, টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী বাইপাস সড়কের শহীদ ময়েজউদ্দিন সেতু, আজমতপুর-ইটাখোলা বাইপাস সড়কের চরসিন্দুর সেতু এবং বালু নদী উপরে উত্তরা-কালীগঞ্জ সড়কের তেরমুখ সেতু। জীবনের ঝুঁকি নিয়ে এসব স্থাপনাগুলোতে স্থানীয়রা অবসর সময় কাটান। এলাকাবাসীর দাবি এখানে বিনোদন পার্ক বা কেন্দ্র তৈরি করা হউক। স্থানীয় প্রশাসন বলছে দ্রম্নতই নির্মাণ হবে বিনোদন স্পট। ঈদ বা বিভিন্ন উপলক্ষে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হন। অনেকেই বিনোদন কেন্দ্রের অভাবে ফিরে যান। উপজেলায় এক সময় 'আলোঘর' ও 'জামালপুর' নামে দুটি সিনেমা হল থাকলেও এখন তা ভেঙে নির্মাণ করা হয়েছে বহুতল মার্কেট। কালীগঞ্জ পৌর এলাকার অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকেই এ উপজেলায় বিনোদন কেন্দ্রের জন্য উদ্যোগ নেয়নি কোনো সরকার। এমনকি প্রশাসনের সহায়তায় বেসরকারি পর্যায়েও ভালো পার্ক বা উদ্যান গড়ে ওঠেনি। এক যুগ আগে কালীগঞ্জে আলোঘর ও জামালপুর সিনেমা হল বন্ধ হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক বলেন, বিনোদন পার্ক বা কেন্দ্র নির্মাণের ব্যাপারে উপজেলার দুটি স্থানের নাম উলেস্নখ করে ইতোমধ্যে গাজীপুর জেলা প্রশাসকের কাছে প্রস্তাবনা পাঠিয়েছি। সেগুলো অনুমোদন হলে স্থানীয়দের অবসর কাটানো বা বিনোদনের কোনো সমস্যা হবে না।