ঝিনাইগাতীতে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা শেরপুরের ঝিনাইগাতীতে প্রায় ১০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করেছে উপজেলা কৃষি বিভাগ। রোববার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ চত্বরে ওই কীটনাশক ধ্বংস করে মাটিতে চাপা দেয়া হয়। জানা গেছে, ওই দিন সকাল থেকে উপজেলার বিভিন্ন হাটবাজারে উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়জুন নাহার নিপা ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান কীটনাশক বিক্রির দোকানে অভিযান চালান। অভিযানে হলদীবাটা চৌরাস্তা বাজারের মেসার্স কাজল ট্রেডাস থেকে ৪৬ বোতল মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। পরে জব্দকৃত কীটনাশকগুলো ধ্বংস করে মাটিতে চাপা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।