আড়াইহাজারে রাস্তার বেহালদশা

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পিংকী মার্কেটের সামনে সড়কের বেহালদশা -যাযাদি
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা- আড়াইহাজার, ঢাকা- বিশনন্দী রাস্তাটির এমনই বেহালদশা যে, যানবাহন চলাচল তো দূরের কথা, লোক চলাচলেরও অযোগ্য হয়ে পড়েছে। এমন একটি স্থানে রাস্তাটির এমন বেহালদশা হয়েছে, যা কিনা আড়াইহাজার সদরের প্রাণ কেন্দ্র পিংকী মার্কেট এলাকা। একদিকে রাস্তা ভাঙা, অন্যদিকে ড্রেনের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি। এ দুয়ে মিলে এলাকাবাসীর নাকাল অবস্থা। সকাল থেকে সাড়া রাত ব্যাপী এ রাস্তায় চলাচল করছে বিআরটিসি ও অভিলাস পরিবহনের বাসসহ নানা যানবাহন। হাজার হাজার লোকের সমাগম এ রাস্তায়। আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর বলেন, রাস্তা এবং ড্রেন কোনোটিই পৌরসভার কাজ নয়। এ দুটি কাজই রোডস অ্যান্ড হাইওয়ের।