সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সামাজিক বনায়ন খানসামা (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের খানসামায় সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন হয়েছে। রোববার দুপুরে উপজেলার রামকলা বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্যের ব্যবস্থাপনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস গোলাম রাব্বানী। উদ্বোধনী অনুষ্ঠানে খানসামা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজাউল করিমের সভাপতিত্বে এবং ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাওফিক আহম্মেদ শামীমের সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধীমান দাস, ছাত্রলীগ নেতা আবু নাসের সরকার, মিনহাজুল শাওন প্রমুখ। ঈদ পুনর্মিলনী পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠান শনিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি অ্যাডঃ এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আছাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও ওসি এমদাদুল হক শেখ। উপস্থিত ছিলেন, থানার সেকেন্ড অফিসার আবু সাঈদ, এসআই মহিউদ্দীন, মিন্টু মিয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মো. আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, আওয়ামী লীগনেতা অলোক মজুমদার, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম। বরিশালে মানববন্ধন বরিশাল অফিস ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ, নোয়াব'র মামলার প্রতিবাদ ও সাংবাদিক ছাঁটাই বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন। রোববার বেলা সাড়ে ১২টায় নগরীল অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি পুলক চ্যাটার্জীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক মিথুন সাহা ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির। স্বাস্থ্য ক্যাম্পেইন চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চট্টগ্রামের চন্দনাইশে ছাত্র ঐক্য চট্টগ্রামের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়। শনিবার চন্দনাইশ উপজেলা সড়কের দু'পাশ, কাঁচা বাজার, হাসপাতাল, থানাসহ আশপাশের বিভিন্ন নালায় এডিস মশা নিধক ওষুধ ছিটিয়ে ও এডিস মশাবিষয়ক গুরুত্বপূর্ণ বার্তা সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু রাশেদ, ছাত্র ঐক্যের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রকিবুল হোসেন (রিকু), শাহাদাত হোসেন, শিক্ষক মাওলানা মো. ইকবাল, ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তানিমুল আদনান (তানিম), সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব জোনায়েদ, দপ্তর সম্পাদক ওয়াহেদ ভুইয়া, সদস্য যথাক্রমে মো. আনিছ, শাহ্‌ আলিফ মো. সজিব প্রমুখ। পুলিশ প্রত্যাহার বোয়ালখালী সংবাদদাতা বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নেয়ামত উলস্নাহ পিপিএম। \হরোববার প্রত্যাহারকৃত ফাঁড়ির ইনচার্জ মো. ছানোয়ার ও কনস্টেবল রাশেদকে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, চরণদ্বীপ ফকিরাখালী ফাঁড়ির ইনচার্জ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আনেন এলাকাবাসী। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে। বিদায় সংবর্ধনা পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা পত্নীতলায় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ কক্ষে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার সুলতান আহম্মেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ বুলবুল চৌধুরী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রেজাউল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু হেনা মোস্তফা কামাল, স্বদেশ কুমার মন্ডল, ময়েন উদ্দীন, শাকুরা জাহান, সাংবাদিক দিলিপ চৌহানসহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন প্রমুখ।