প্রতারণার অভিযোগে পঞ্চগড়ে যুবক আটক

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পঞ্চগড় প্রতিনিধি সেনাবাহিনীতে বেসামরিক পদে লোক নিয়োগ দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পঞ্চগড়ে সোহাগ রানা (২০) নামে এক যুবককে আটক করেছে পঞ্চগড় থানা পুলিশ। শনিবার রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা বাজার থেকে তাকে আটক করা হয়। সোহাগ রানা সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের নাককাটি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। ফরিদুল ইসলামও ওই মামলার ২ নম্বর আসামি। আটক সোহাগ রানাকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার এজাহারের থেকে জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের নাককাটি গ্রামের ফরিদুল ইসলাম ও তার ছেলে সোহাগ রানা সেনাবাহিনীতে তাদের বড় অফিসার আছে মর্মে বেসামরিক পদে চাকরি দেয়ার জন্য কয়েকজন যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। চলতি বছরের ২০ ফেব্রম্নয়ারি একই ইউনিয়নের সালটিয়াপাড়া গ্রামের আব্দুল গোফ্‌ফারের ছেলে সৌরভ হোসেনকে বেসামরিক পদে চাকুরী দেয়ার জন্য ৫ লাখ টাকা চুক্তি করে ৫০ হাজার টাকা নগদ নেয় ফরিদুল ইসলাম ও সোহাগ রানা। এর ৪/৫ দিন পর ঢাকা সেনানীবাসের পার্শ্বস্থ কচুক্ষেত এলাকায় সোহাগ রানা একটি কালো গস্নাসের মাইক্রোবাসে এসে একটি নিয়োগপত্র সৌরভের হাতে ধরিয়ে দেয়। ওই নিয়োগপত্রে উলেস্নখ রয়েছে ২৩ জানুয়ারি ২০১৯ তারিখের মধ্যে চাকুরীতে যোগদান করতে হবে। পরে তারা জানতে পারে ফরিদুল ইসলাম ও তার ছেলে সোহাগ রানা প্রতারণা করে চাকরি দেয়ার নামে ভুয়া নিয়োগপত্র প্রদান করে ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছে। পরে ওই টাকা চাইতে গেলে তারা বিভিন্নভাবে সময়ক্ষেপণ করে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পঞ্চগড় থানার উপ পরিদর্শক একরাম আলী জানান, দায়েরকৃত মামলায় সোহাগ রানাকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।