কাশিয়ানীতে শিশু অপহরণ মামলায় দুজন গ্রেপ্তার

প্রকাশ | ২০ আগস্ট ২০১৯, ০০:০০

কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা
মুরসালিন
গোপালগঞ্জের কাশিয়ানীতে শিশু মুরসালিন সরদার অপহরণের ঘটনায় অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার নিখোঁজ মুরসালিনের বাবা মো. বাচ্চু সরদার বাদী হয়ে কাশিয়ানী থানায় এ মামলাটি দায়ের করেন। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাশিয়ানী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সাজাইল ইউনিয়নের আমডাকুয়া গ্রামের আসাদ মুন্সী (৬০) ও হারুন সরদার (৫৭)। উলেস্নখ্য, গত শুক্রবার দুপুরে মুরসালিন নিজবাড়ি থেকে বাড়ির পাশে অবস্থিত মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয়। মুরসালিন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির ছাত্র ও আমডাকুয়া গ্রামের বাচ্চু সরদারের ছেলে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমার জানান, জড়িত সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।