মাদারীপুরে ফেরির সঙ্গে দুই লঞ্চের ত্রিমুখী সংঘর্ষ

প্রকাশ | ২০ আগস্ট ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরের কাঁঠালবাড়ি ও শিমুলিয়া নৌপথে রোববার রাত ৮টার দিকে পদ্মা নদীর লৌহজং টার্নিং পয়েন্টে একটি ডাম্ব ফেরির সঙ্গে দুটি যাত্রীবোঝাই লঞ্চের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ যাত্রী আহত হয়েছেন। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিনশ'র বেশি যাত্রী। বিআইডবিস্নউটিএর কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, রাত ৮টার দিকে কাঁঠালবাড়ি ঘাট থেকে যাত্রীবোঝাই এমডি সুরভী ও এমডি আশিক নামে দুটি লঞ্চ শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়িগামী রায়পুরা নামে একটি ডাম্ব ফেরি লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেল অতিক্রম করছিল। চ্যানেলটি সরু হওয়ায় ফেরি মোড় ঘোরাতে গেলে লঞ্চ দুটির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় লঞ্চের ছাদ থেকে দু'জন যাত্রী পানিতে পড়ে যায়। অন্য যাত্রীদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। লঞ্চ দুটি ডুবোচরে আটকে গেলে কাঁঠালবাড়ি ঘাট থেকে যাত্রীশূন্য লঞ্চ গিয়ে যাত্রীদের উদ্ধার করে। শিবচরের ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ফেরির ধাক্কায় লঞ্চ থেকে দু'জন যাত্রী নদীতে পড়ে গেলেও তাদের অন্য যাত্রীরা উদ্ধার করে। বাকিদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। বিআইডবিস্নউটিএর কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন বলেন, দুটি লঞ্চে কয়েকশ' যাত্রী ছিল। নদী শান্ত থাকায় তেমন ক্ষতি হয়নি। ফেরি ও লঞ্চ দুটি নিরাপদে সরিয়ে আনা হয়েছে। ঘটনার পরে আধা ঘণ্টার মতো ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।