চন্দনাইশে বাল্যবিবাহ বন্ধ

প্রকাশ | ২০ আগস্ট ২০১৯, ০০:০০

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত একটি বাল্যবিবাহ বন্ধ করেছে। রোববার উপজেলার বরকল ইউনিয়নের পশ্চিম কানাইমাদারী এলাকায় এই বাল্যবিবাহ বন্ধ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) নিবেদিতা চাকমা ও চন্দনাইশ পুলিশ। জানা যায়, ঘটনার দিন পশ্চিম কানাইমাদারী গ্রামে প্রবাসী আনোয়ার মিয়ার মেয়ে সায়মা আকতারকে পার্শ্ববর্তী পটিয়া উপজেলা খরনা এলাকার আবদুর রহমানের ছেলে আরিফুর রহমানের সঙ্গে বিয়ের অনুষ্ঠান চলছিল। হঠাৎ ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ উপস্থিত হলে অতিথিরা যে যার মতো চতুর্দিকে পালিয়ে যায়। এ সময় মেয়ে সায়মা আক্তারের মতের বিরুদ্ধে বিয়ে দেয়ার অপরাধে বরপক্ষের আসা গাড়ি বরের মা, বরের মামাকে আটক করে। \হএকই সঙ্গে মেয়ের মা শামীমা আকতারকেও আটক করা হয়। ইউএনও নিবেদিতা চাকমার ঘটনার সত্যতা স্বীকার করেন।