কিস্তির টাকার জন্য শারমীনকে হত্যা

প্রকাশ | ২০ আগস্ট ২০১৯, ০০:০০

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার সময় নিহত পোশাক শ্রমিক শারমীন আক্তারের (২২) খুনি রাজু উড়াওকে (৩০) সোমবার রাত সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শারমীন দিনাজপুরের হাকিমপুর উপজেলার খাট্টাউছনা গড়িয়াল গ্রামের শাফি আকন্দের মেয়ে। গ্রেপ্তার রিকশাচালক রাজু উড়াও উপজেলার চন্ডিপুর গ্রামের বাবু উড়াওয়ের ছেলে। হাকিমপুর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, পোশাক শ্রমিক শারমীন বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে এসআই পরিবহনে গ্রামের বাড়ি দিনাজপুরের হাকিমপুরের (হিলি স্থলবন্দর) উদ্দেশে রওনা দেন। শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে তিনি হিলিতে পৌঁছান। রিকশায় বাড়ি ফেরার পথে তাকে শ্বাস রোধে হত্যা করে রাজু। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, গ্রামীণ ব্যাংক থেকে কিস্তিতে ৩০ হাজার টাকা ঋণ নেয় রাজু। ঋণের কিস্তির ৮৫০ টাকা পরিশোধ করার জন্য সে শারমীনকে হত্যা করে। শারমীন একা থাকায় এবং তার ব্যাগে টাকা আছে ভেবে সে এই হত্যা করে। নির্জন স্থানে নিয়ে শারমীনের গলায় ফাঁস দিয়ে এবং কাদায় শ্বাস রোধ করে হত্যার পর ব্রিজের নিচে মরদেহ ফেলে রাখে রাজু। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় শারমীনের বাবা শাফি আকন্দ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হাকিমপুর থানায় হত্যা মামলা করেন। সিসি টিভির ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করে অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার ও তার বাড়ি থেকে শারমীনের ব্যাগ উদ্ধার করা হয়।