সড়ক দুর্ঘটনা

পাঁচ জেলায় নিহত ৬

প্রকাশ | ২০ আগস্ট ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
পাঁচ জেলায় গত দুদিনে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। নীলফামারীতে দুই, হবিগঞ্জের বাহুবলে এক, নাটোরের বাগাতিপাড়ায় এক, নওগাঁর মান্দায় এক ও চাঁদপুরের মতলবে একজন নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর : নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী ও ভ্যান চালক নিহত হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কে ভ্যান চালিয়ে সৈয়দপুরে আসছিল উপজেলার বাঙালীপুর ইউনিয়নের পশ্চিম ভগতপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে অমূল্য চন্দ্র রায় (৪৫)। এ সময় চৌমহনী বাজার নামক স্থানে এলে পেছন দিক থেকে দ্রম্নতগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃতু্য হয়। এলাকাবাসী ধাওয়া করে ট্রাকটি আটক ও হেলপারকে আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় ওই সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে রোববার সন্ধ্যায় সৈয়দপুর বাইপাস সড়কের মুসার মোড় নামক স্থানে মোটর সাইকেলের ধাক্কায় জোবায়দা বেগম (৫০) নামের এক বিধবা নারী নিহত হয়। নিহত ওই বিধবা সৈয়দপুর শহরের কয়া গোলাহাট এলাকার দক্ষিণ পাড়ার মৃত আজিজার রহমানের স্ত্রী। বাহুবল (হবিগঞ্জ) : বাহুবলে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (২৪) নামের এক পুলিশ কনস্টেবলের মৃতু্য হয়েছে। রোববার বিকাল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মুগকান্দি নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত কনস্টেবল নরসিংদী জেলার পাগলা উপজেলার ধুলপাড়া গ্রামের সাইদুল ইসলামের পুত্র। তিনি সিলেট মেট্টোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন জানান, কনস্টেবল আশরাফুল ইসলাম ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা হন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মুগকান্দি নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় আশরাফুল ইসলামের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাগাতিপাড়া (নাটোর) : নাটোরের বাগাতিপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক সাগর আলী (১৬) নিহত হয়েছে। সোমবার সকালে আড়ানি পুঠিয়া সড়কের পকেটখালী পুলিশ ফাঁড়ির অদূরে এই সড়ক দুর্ঘটনা ঘটে। সাগর আলী উপজেলার জামনগর ইউনিয়নের মাছপাড়া গ্রামের আম্মদ আলীর ছেলে। মান্দা (নওগাঁ) : নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় বিদু্যৎ হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাটের অদূরে চেয়ারম্যানের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিদু্যৎ নওগাঁ সদর উপজেলার গাজীপুর এলাকার মৃত জফের আলী সরদারের ছেলে। মতলব (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সটাকী সুধির চন্দ্র দাস (৮০) নামে এক (অব.) গ্রামপুলিশ নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল আরোহী ফতুয়াকান্দি গ্রামের আমিন উদ্দিনের ছেলে আরমান (১৫) ও একই গ্রামের আবু সুফিয়ানের ছেলে নাজমুল (২৩) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যায়। উপজেলার সটাকী-ষাটনল বেড়িবাঁধ সড়কের উপর রোববার বিকালে এ ঘটনা ঘটে।