নির্যাতিত গৃহকর্মীকে সৌদি পুলিশের সহায়তায় উদ্ধার

প্রকাশ | ২১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা সৌদি আরবের মদিনায় যৌন নির্যাতনের শিকার গৃহকর্মী মুন্নি আক্তারকে দেশে ফেরাতে দরিদ্র বাবার আকুতি। এ-সংক্রান্ত বিষয়ে গত সোমবার দৈনিক যায়যায়দিনসহ বিভিন্ন জাতীয় দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর নজরদারিতে আসে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের ঊর্ধ্বতন মহলে। রিপোর্ট প্রকাশিত হওয়ার পর সরকারের পক্ষ থেকে সৌদি দূতাবাসে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়। দূতাবাসের কর্মকর্তারা সোমবার সন্ধ্যায় সৌদি পুলিশের সহায়তায় নির্যাতিতা ওই গৃহকর্মীকে উদ্ধার করে। আটক করে নির্যাতনকারী (কফিল) গৃহকর্তাকেও। আইনি প্রক্রিয়া শেষে আগামী এক সপ্তাহের মধ্যে নির্যাতিতা ওই নারীকে বাংলাদেশে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের একটি বিশ্বস্ত সূত্র জানায়, সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা নির্যাতিতা ওই গৃহকর্মীকে দেশে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে সৌদি দূতাবাসের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। উলেস্নখ্য, উপজেলার সাদিপুর ইউনিয়নের সিংলাব গ্রামের হতদরিদ্র সিরাজুল ইসলামের মেয়ে মুন্নি আক্তার বাংলাদেশ সরকার ও সৌদি আরব সরকারের সব নিয়মকানুন মেনে গৃহকর্মীর কাজ করার জন্য বৈধভাবে ভিসা নিয়ে চলতি বছরের ২ জুন সৌদি আরবের মদিনা প্রদেশে গমন করেন। সেখানে যাওয়ার আগে দেশে তিনি গৃহকর্মী কাজের প্রশিক্ষণ গ্রহণ করেন। সৌদি আরব যাওয়ার পর তিনি একটি ধনী পরিবারে গৃগকর্মীর কাজে যোগদান করেন।