৮ দিনের নির্যাতনে ভোলায় দোকান কর্মচারীর মৃতু্য

প্রকাশ | ২১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, ভোলা ভোলায় এক মিষ্টির দোকানের কর্মচারীকে ৮ দিন ধরে ঘরের মধ্যে তালাবদ্ধ রেখে নির্যাতনে মৃতু্য হয়েছে বলে অভিযোগ উঠেছে দোকনের মালিক মো. কামাল হোসেনের বিরুদ্ধে। নিহত কর্মচারীর নাম দুলাল মালী (৫০)। দুলাল বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাহের চর গ্রামের ঝন্টু মালীর ছেলে। দুলালের স্ত্রী অঞ্জু রানী বলেন, তার স্বামী ২৫ বছর ধরে ভোলার বিভিন্ন মিষ্টির দোকানে কারিগরের কাজ করতেন। সবশেষ তিনি ঘুইংগার হাট বাজারের আল মদিনা মিষ্টির দোকানে কর্মরত ছিলেন। দোকানের মালিক কামাল হোসেন দুলালের সাথে খারাপ ব্যবহার করায় চলতি মাসের প্রথম দিকে ওই দোকানের চাকরি ছেড়ে খেয়াঘাট এলাকার আরেকটি মিষ্টির দোকানে কাজ নেন। এতে ক্ষিপ্ত হয়ে কামাল গত ৯ আগস্ট দুলালকে খেয়াঘাট থেকে ধরে নিয়ে তার আবাসিক হোটেলের একটি ঘরে হাত পা বেঁধে আটক করে রাখে। ১৬ আগস্ট রাতে দোকানের এক কর্মচারীর সহযোগিতায় দুলাল তার স্ত্রীকে ফোন করে তাকে আটকে রাখা ও নির্যাতনের খবর জানায়। ওই রাতেই দৌলতখান থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যাওয়া হয়। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।