ধূমপানবিরোধী মতবিনিময় সভা

প্রকাশ | ২১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
দেবিদ্বার ও বুড়িচং (কুমিলস্না) সংবাদদাতা 'এসো সবাই মিলে শপথ করি, মাদক ও ধূমপানমুক্ত সমাজ গড়ি'- এ স্স্নোগানকে সামনে রেখে সোমবার বিকেলে 'মাদক ও ধূমপানবিরোধী ঐক্য (মাধূবি)' এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিলস্না জেলার বুড়িচং সদরে রয়েল আইটি সেন্টার কার্যালয়ে মাদক ও ধূমপানবিরোধী ঐক্য পরিষদের (মাধূবি) ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মাধূবির সভাপতি ও সোনার বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সভায় স্বাগত বক্তব্য রাখেন মাধূবির প্রতিষ্ঠাতা এসআই মো. ইয়াছিন মিয়া। এ সময় বক্তব্য রাখেন মাধূবির সহ-সভাপতি ও লড়িবাগ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামসেদ আলম ভূইয়া, সহ-সভাপতি ও সকাল সন্ধ্যা হোটেলের পরিচালক মো. জসিম উদ্দিন ভূইয়া, মাধূবির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মাস্টার প্রমুখ।