সড়কে ঝরল সাত প্রাণ

প্রকাশ | ২১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্বদেশ ডেস্ক ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। খুলনার ডুমুরিয়ায় এক, কুমিলস্নার দেবিদ্বারে দুই, মাদারীপুরের শিবচরের এক, সিরাজগঞ্জে এক, রাজবাড়ীর গোয়ালন্দে এক ও গাজীপুরের টঙ্গিতে একজন নিহত হয়েছেন। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর : ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস চালক নিহত ও অন্তত ২৪ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার পৌনে ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বেতাগ্রাম চারা বটতলা নামকস্থানে এ ঘটনা ঘটে। দেবিদ্বার (কুমিলস্না) : কুমিলস্নার দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী কুরছাপ এলাকায় সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন (৭০) ও আব্দুল মালেক (৬০) নামে দুই ভাই নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি ফেনী জেলার পশুরাম উপজেলার অলোকা গ্রামের মৃত তোফায়েল আহমেদের ছেলে। আহতরা হলেন- নিহত আবদুল মালেকের ছেলে তাহসিন আহমেদ (২৪) ও তাহমিদ (১৮) এবং মেয়ে ফাতিম মালেক (১২)। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ওসি মনিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী মাইক্রোবাসটি চান্দিনার ছয়ঘড়িয়া-কুরছাপ এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে ধাক্কা লেগে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুই ভাই নিহত নিহত হন। আহত হয় আরো তিনজন। মাদারীপুর : মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ফেরিঘাটে মঙ্গলবার বেলা ১১টার দিকে সন্তানের জন্য পানি আনতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে বাদশা হাওলাদার (৪০) নামের এক ব্যক্তির মৃতু্য হয়েছে। নিহত বাদশা হাওলাদার বাগেরহাটের চিলা ইউনিয়নের জয়মনিরঘোল গ্রামের সালাম হাওলাদারের ছেলে। কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর উত্তম কুমার শর্মা জানান, বাসটি ফেরিতে ওঠতে গেলে ওই বাসের যাত্রী বাসটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দে বাসচাপায় অজ্ঞাত পরিচয় (৬২) এক ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রীর মৃতু্য হয়েছে। মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিটের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে কামারখন্দ উপজেলার নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। গোয়ালন্দ (রাজবাড়ী) : গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে বেপরোয়া গতির বাসের চাপায় অজ্ঞাত এক বৃদ্ধার (৬০) মৃতু্য হয়েছে। সোমবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডের পাশে পদ্মার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী (গাজীপুর) : টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় গত মঙ্গলবার দুপুরে চলন্ত অটোরিকশা ধাক্কায় ঝুমা (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রথচারীরা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উলস্নাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।