যমুনার ভাঙন রোধে স্থায়ী সমাধান চায় এলাকাবাসী

প্রকাশ | ২১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা নদীতে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন বন্ধ থাকলেও যমুনা তীরবর্তী ৭ গ্রামের মানুষের পৈতৃক ভিটেবাড়ি রক্ষার্থে সরকারের নেই কোনো স্থায়ী পদক্ষেপ। প্রমত্তা যমুনার ভাঙন রোধে স্থায়ী সমাধান চায় এলাকাবাসী। যমুনা খরস্রোতা হওয়ার কারণে প্রতি বছর তীরবর্তী মানুষের বসতভিটা ভেঙে নিঃস্ব হয় শতাধিক পরিবার। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নিকট দীর্ঘদিন ধরে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানালেও তাদের কোনো পদক্ষেপ না থাকায় এলাকাবাসী দিশেহারা। নদী ড্রেজিং বন্ধের চেয়ে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি বলে মন্তব্য করেন আফজালপুর গ্রামের আঃ রাজ্জাক মেম্বার। সিংগুলি গ্রামের আঃ মান্নান, আলীপুর গ্রামের লিয়াকত, দেলোয়ার, আইয়ুব আলী, আনিছুর, শরীফুল, হাকিম, বেলটিয়া গ্রামের জাহাঙ্গীর, মোশারফসহ শতাধিক ভুক্তভোগী বলেন, যমুনার ভাঙনে প্রতি বছরই আমাদের বাড়ি-ঘর, গবাদিপশু, ফসলহানিসহ নানা ভোগান্তির শিকার হতে হয়। এজন্য অনেকে শুধুমাত্র ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে দায়ী করলেও প্রকৃতপক্ষে সরকারি তত্ত্বাবধানে স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে এ সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। এ বিষয়ে টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, যমুনার ভাঙনকবলিত এলাকায় ভূঞাপুরের গোবিন্দাসী থেকে মানিকগঞ্জ পর্যন্ত ৫১ কি. মি. দীর্ঘ বাঁধ নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি অনুমোদন পেলেই বাঁধের কাজ শুরু হবে।