রাজশাহীতে অস্ত্রের মুখে অপহৃত কিশোরী উদ্ধার

প্রকাশ | ২১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রাজশাহী অফিস রাজশাহীর দুর্গাপুরে অস্ত্রেরমুখে বাড়ি থেকে অপহৃত সংখ্যালঘু কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুরান তাহেরপুর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি খুরশিদা বানু কনা। তিনি বলেন, অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। তিনি বলেন, এখনো অপহরণকারীদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার বিকেলে উপজেলার কয়ামাজমপুর গ্রামের মন্ডলপাড়ায় নিজ বাড়ি থেকে কিশোরীকে তুলে নিয়ে যায় একদল যুবক। এ সময় কিশোরীর মাকে মারপিট করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে তারা। যাদের মধ্যে টুটুল নামে একজন বেশ কিছুদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল বলে তার বাবা জানিয়েছেন। অপহরণের শিকার কিশোরীর বাবা জানান, বাড়িতে তার মা ও স্ত্রী ছিল। বিকেল ৩টার দিকে দুটি মোটরসাইকেল যোগে ৪/৫ জন তার বাড়িতে হামলা চালায়। প্রথমে তারা অস্ত্রেরমুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে। পরে তার কিশোরী কন্যাকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে চলে যায়। এ সময় তার স্ত্রী বাধা দিতে গেলে তাকে মারপিট করে ধাক্কা দিয়ে ফেলে দেয়।