সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মিলাদ মাহফিল সোনাতলা (বগুড়া) সংবাদদাতা বগুড়া সোনাতলার পার্শ্ববর্তী সাঘাটা কামালেপাড়া ইউনিয়নের ফলিয়ার বাজারে মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী স্মরণে মিলাদ মাহফিল ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রভাষক এটিএম তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. জাহিদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন নাজিম সুলতান কিরন যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সংসদ বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স আওয়ামী পরিষদ, কামালেরপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান শফি, সাঘাটা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল হোসেন প্রমুখ। প্রশিক্ষণ শুরু কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের কাহারোলে খাদ্যভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, পীরগঞ্জ, রংপুর-এর আয়োজনে ও উপজেলা কৃষি অধিদপ্তর এর সহযোগিতায় ২০ আগস্ট হতে উপজেলা হলরুমে ৩ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, প্রশিক্ষণের কো-অর্ডিনেটর মো. মারুফুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, বারটান ও উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছালাম। মাছ অবমুক্ত ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা ভালুকায় মঙ্গলবার দুপুরে মৎস্য দপ্তর এর আয়োজনে পোনা মাছ অবমুক্ত ও মৎস্য চাষিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ পুকুর, ভালুকা মডেল থানা পুকুর ও খিরু নদীতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্তি করেন ময়মনসিংহ-১১, ভালুকা আসনের এমপি আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু। পরে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওমর হায়াত খান নঈম প্রমুখ। রক্ত পরীক্ষা গোপালগঞ্জ প্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রম্নপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন প্রশাসনিক ভবনের নীচ তলায় রক্তের গ্রম্নপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, সহকারী অধ্যাপক তানিয়া ইসলাম, প্রভাষক ড. মো. বশির উদ্দিন, ইমদাদুল হক, মেডিকেল অফিসার ডা. অমিত সরকার, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ আলেয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। ক্রিকেট টুর্নামেন্ট মান্দা (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর মান্দায় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মান্দা এস সি মডেল পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে একেবি হাওয়া ভাটা ও আঙ্গুর সু-স্টোরের আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে কালিকাপুর ড্রাগন ক্লাব এবং মান্দা ক্রিকেট একাডেমি। এ সময় টুর্নামেন্টের সভাপতি ও আঙ্গুর সু-স্টোরের মালিক আপেল মাহমুদ লিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মান্দা এসসি মডেল পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষক আতিকুর রহমান মিঠু এবং মামুনুর রশিদ প্রমুখ। সভা অনুষ্ঠিত রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতা নারায়ণগঞ্জে রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়া। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, ইউপি চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়া, জাহাঙ্গীর মাস্টার, মৎস্য অফিসার সমীর কুমার বসাক প্রমুখ।