নোয়াখালীতে খাল পুনঃখনন শুরু

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালী শহরের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সমস্যা নিরসনের লক্ষ্যে শহরের পানি নিষ্কাশনের একমাত্র পথ ছাগলমারা খাল অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করে পুনঃখননের কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত এ উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে সেনাবাহিনীকে। দীর্ঘদিন পর এমন উদ্যোগে খুশি শহরবাসী। তবে, নানা অজুহাতে খালের কোনো কোনো স্থানে এখনো অবৈধ স্থাপনা থেকে যাওয়ায় এবং কোথাও কোথাও খালের প্রস্থতা কমে যাওয়া নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যাপারে নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকারিয়া জানান, মাইজদী থেকে সোনাপুর পর্যন্ত ছাগলমারা খালের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খনন কাজ এগিয়ে নেয়া হবে। এক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। যে কোনো মূল্যে ছাগলমারা খালকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে জানান সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। জলাবদ্ধতার অভিশাপ থেকে জনগণকে মুক্ত করতে অবৈধ দখলদারদের কবল থেকে খাল পুনরুদ্ধারে প্রশাসনকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উলস্নাহ খাঁন সোহেল ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান। শহরের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো খাল দখলমুক্ত না হলে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে না বলে স্বীকার করেন নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস। তিনি জানান, পুরো খাল এবং খালের পাড় অবৈধ দখলমুক্ত করার পর আর যাতে বেদখল না হয় সে ব্যাপারে পরিকল্পনা নিয়েছে প্রশাসন।