যবিপ্রবিতে ডেপুটি স্পিকার

মানুষের সেবার জন্য নেতৃত্ব ও কর্তৃত্ব দুটোই লাগে

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

যশোর প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া -যাযাদি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে 'কমিউনিটি সার্ভিস'-এর অংশ হিসেবে শনিবার ক্যাম্পাসে এ ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। এবারের হেলথ ক্যাম্পে প্রায় ৪ হাজার রোগী চিকিৎসা ও ওষুধ সামগ্রী পেয়েছেন। সকালে ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, মানুষকে সেবা দেয়ার জন্য নেতৃত্ব ও কর্তৃত্ব দুটোই থাকা লাগে। আমাদের নেতৃত্ব থাকলেও কর্তৃত্ব নেই। এটা প্রশাসনের কাছে রয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এটা আছে বলেই এমন ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করা সম্ভব হয়েছে। মানবতার সেবায় এমন ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন বাংলাদেশের অন্যান্য সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের জন্য দৃষ্টান্ত। সকলে যদি এ ধরনের উদ্যোগ নেয়, তাহলে গরিব-দুঃখী মানুষেরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হবে না। ১৫ আগস্ট আমরা যে শোক দিবস পালন করি, এ ধরনের আয়োজনে এর সার্থকতা আসবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখিয়েছে কীভাবে ১৫ আগস্টের মর্যাদা দিতে হয়। শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্যালারিতে ফ্রি হেলথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইব্রাহীম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্স ইনস্টিটিউটের প্রধান নির্বাহী প্রফেসর ডা. মো. আব্দুর রশীদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব প্রমুখ।